কক্সবাজারের ঈদগাঁওর ঐতিহ্যবাহী (ফুলেশ্বরী) নদী দখল করে স্থাপনা নির্মাণে অভিযোগ উঠে।
দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কের ছাগল বাজার সংলগ্ন নজরুল মার্কেটের পেছনে খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, নদীর প্রাকৃতিক প্রবাহের জায়গা সংকুচিত হওয়ায় বর্ষার সময় পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দেবে। এতে বাজার এলাকার শত শত দোকানপাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ বিষয়ে নজরুল জানান,বর্ষায় ঢলের পানি থেকে মার্কেট রক্ষায় রেজিষ্ট্রি জায়গার ভেতরে গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। এটিই কোন অবৈধ দখল নয়।
স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছর ধরে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদীর উভয় পাড়ে প্রভাবশালীরা দখল করে একের পর এক স্থাপনা গড়ে তুলছে। ফলে খালের প্রস্থ কমে গেছে,পানি প্রবাহ ব্যাহত হচ্ছে,ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও অস্তিত্ব।
পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেন, ঈদগাঁওর ঐতিহ্যবাহী (ফুলেশ্বরী) নদীকে রক্ষা করতে হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা জরুরি।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান চান যেন দখল দূষণ থেকে মুক্ত হয়ে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদী আবার ফিরে পায় তার আগের রূপ।
এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।