ঈদগাঁওতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : তিন রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা জরিমানা

লেখক: ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১ ঘন্টা আগে

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন রেস্টুরেন্ট কে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মারুফুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বাসস্টেশন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টসহ ১২টি প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন,মূল্য তালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের দায়ে আল হেরা রেস্টুরেন্ট কে ৫ হাজার টাকা, আকসা ফুডকে ৫ হাজার টাকা ও ফুলকলি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ভোক্তাদের সুরক্ষায় নিয়মিতভাবে বাজারও খাদ্যপণ্যের মান যাচাই করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।