কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পুরাতন জামে মসজিদের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় কৃষকরা পাশের জমিতে কাজ করার সময় ডোবায় ভাসমান একটি বস্তা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানিকে জানালে তিনি রামু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
রামু থানার পুলিশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে হত্যা করে লাশ বস্তাবন্দি অবস্থায় ডোবায় ফেলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।” লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।