হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলার আওতাধীন নবগঠিত ঈদগাঁও উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
১৪ অক্টোবর (মঙ্গলবার) ফজরের নামাজ পর বর্তী ঈদগাঁও স্টেশনে অভিজাত এক হোটেলে দারুল ইহসান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচা লক হাফেজ মাও: নুরুল আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন- মুফতি নুরুল আলম, হাফেজ মাও: নজরুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, হাফেজ শাহেদ লতিফ ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে মুফতি নুরুল আলমকে সভাপতি, হাফেজ নুরুল আলমকে সহ সভাপতি,হাফেজ মাওলানা নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক, হাফেজ মিজানুর রহমান কে সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক হাফেজ মো: আলম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ এমদাদ,অর্থ সম্পাদক হাফেজ শাহেদ লতিফ,প্রচারনার দায়িত্বে এম আবু হেনা সাগর, কার্যনির্বাহী সদস্য প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জুনাইদ কবির ও হাফেজ জুবাইরুল ইসলাম,নুরুল আমিন এবং জসিম উদ্দিন সদস্য করে কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ঈদগাঁও শাখার হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামী ২৯শে অক্টোবর বনাঢ্য পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে হিফজ প্রতিষ্ঠান নিবন্ধনসহ প্রতিযোগী দের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিযেগিতায় ৫ পারা,১০ পারা,২০ পারা ও ৩০ পারা গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি গ্রুপে পাঁচ জন করে অংশগ্রহণ করার সুযোগও রয়েছে।