1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল মেরাজ আজ মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

যশোরের শার্শার বিএনপির উঠান বৈঠক: ৩১ দফা কর্মসূচির প্রচারে মফিকুল হাসান তৃপ্তি

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

শার্শা থানার রাড়ি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ৭ নং কায়বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈঠক চলাকালে মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত জনতার হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, যাতে সাধারণ মানুষ এ কর্মসূচির মূল বার্তা ও তাৎপর্য সম্পর্কে অবহিত হতে পারেন।
বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই আন্দোলন কেবল একটি দলের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকারের সংগ্রাম। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তরুণদের উদ্দেশে মফিকুল হাসান তৃপ্তি আহ্বান জানান। পরিবর্তনের নেতৃত্ব দিতে এখনই প্রস্তুত হতে হবে—তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। তারেক রহমানের নেতৃত্বে নারী নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন। শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলার সহ সভাপতি মোঃ রুহুল আমিন আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ,কায়বা ইউনিয়ন বিএনপির সহ সংগঠনিক কামরুজ্জামান মুন্না,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ
সাবেক কৃষক দলের সভাপতি যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,বেনাপোল যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা সদস্য পিন্টু সদস্য সোহাগ সদস্য জিয়, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইয়ান সহ ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুজ্জামান মুন্না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট