ঈদগাঁও উপজেলায় এমপিভূক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টার: এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
প্রকাশ: 2 hours ago

কক্সবাজারের ঈদগাঁওতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল  বিকেলে ঈদগাঁও স্টেশনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর ঈদগাঁও এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী বৃন্দরা।

স্টেশন পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচি  প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, খোদাইবাড়ি এ,জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক।

জালালাবাদ পালাকাটা গোলজারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আনিস মুহাম্মদ আব্দুল্লাহের সভাপতিত্বে মানববন্ধন অংশ নেন-নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মনছুর আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, নাইক্ষ্যংদিয়া এস, টি, দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওলানা ফজলুল হক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির, আব্দুল খালেক মিশু, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক আবুল কাশেম, তপন তালুকদার, জাহানারা ইসলাম গার্লস স্কুলের শিক্ষক সানা উল্লাহ, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, রশিদ আহমদ, আব্দুল মোনাফ, ইচ্ছাখালি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদের, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর।

বক্তারা বলেন,২০% বাড়ি ভাড়া,মেডিকেল ভাতা বৃদ্ধি করাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ দাবিতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের এসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান। কর্মসূচিতে উপ জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা অংশ নেন।

দাবিতে উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গত দুইদিন যাবত কর্মবিরতি পালন করে যাচ্ছেন।