কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রশিদ আহমদ কলেজ। যেটিতেই চলমান ২০২৫ সালের এইচ এসসি পরীক্ষার ফলাফলে চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে। এনিয়ে হতাশ অভিভাবকমহল ও শিক্ষা্থীরা।
১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ফলাফল প্রকাশের পর রশিদ আহমদ কলেজে দেখা যায় হতাশাজনক চিত্র। ফলাফলের এই ভরাডুবিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
কলেজ সূত্র মতে, এ বছর ৪৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়- বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে পাশ করেছে ৬ জন,ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ জনের মধ্যে ১০ জন, মানবিক বিভাগে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ৬৮ জন শিক্ষার্থী।
পুরো কলেজ থেকে মাত্র ৩জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করতে সক্ষম হয়েছে।
এ হতাশাজনক ফলাফলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও স্থানীয়রা। দাবী যে, শিক্ষকদের অনীহা ও একাডেমিক তদারকির অভাব এবং শিক্ষার্থীদের অনুৎসাহিত পরিবেশ ফলাফলকে তলানিতে নিয়ে গেছে। কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী বলে মনে করেন তারা।