রামু রাজারকুলে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার: মোঃ নাছির উদ্দিন , রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: 2 days ago

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ ইউনুস (২৮) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামু-রাজারকুল রেলস্টেশনের মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ ইউনুস রাজারকুল নয়া পাড়ার মৃত ফয়েজ আহমদের ছেলে।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইউনুস পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও বৃদ্ধা মাকে রেখে গেছেন।

রামু থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।###