চকরিয়ায় জুয়েলারি দোকানে বন্ধকী স্বর্ণ নিতে এসে এক ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণের শিকার

রিপোর্টার: আরাফাত চৌধুরী
প্রকাশ: 18 hours ago

চকরিয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় জুয়েলারি দোকানে বন্ধকী স্বর্ণ ছাড় করতে এসে মোহাম্মদ সোহেল (৪১) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে ঘটেছে এ ঘটনা। নিখোঁজ মোহাম্মদ সোহেল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নেন পহরচাঁদা বিবিরখিল এলাকার মোহাম্মদ হোসেন সওদাগরের ছেলে।

সে পাশের লামা উপজেলার ফাইতং বাজারের সৌদিয়া স্টোর এন্ড ফ্যামেলী সুপার শপের দোকান করতো। এ ঘটনায় পর দিন বৃহস্পতিবার চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি রুজু করেন নিখোঁজ সোহেলের পিতা মোহাম্মদ হোসেন। পরিবারের আশঙ্কা, তাঁকে অপহরণ করা হয়েছে। কোথায় তাঁকে আটকে রাখা হয়েছে।

 

ভিকটিমের বাবা মোহাম্মদ হোসেন বলেন, বাড়ির একটি বন্ধকি স্বর্ণের আংটি ছাড়ানোর জন্য টাকা নিয়ে বুধবার দুপুর ১২ টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীরচরস্থ আমার ভাড়া বাসা থেকে চকরিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে যায় সোহেল। পরে দুপুর পৌঁনে ১টার সময়ও তার সাথে ফোনে যোগাযোগ হয়। এর পর থেকে তার সাথে আর কোনধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। এ অবস্থায় আত্মীয়-স্বজন সব জায়গায় খুঁজাখুঁজির পরেও না পেয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি। (যার নং ৮৪৫/২০২৫)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করে থাকতে পারে।

 

তিনি তার ব্যবসায়ী ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে আমরা ইতোমধ্যে বিভিন্ন অনুসন্ধান শুরু করে দিয়েছি। এ বিষয়ে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।##