কক্সবাজারের শিল্প নগরী ঈদগাঁও উপজেলার ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। গতকাল বিকেলে লবণ ভর্তি করে বের হওয়ার পথে সড়ক থেকে ধ্বসে পড়ে ট্রাকটি উল্টে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
জানা যায়, ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাকটি মিল থেকে বের হয়ে নাপিতখালীর দিকে যাচ্ছিল। ট্রাকটি দুর্ঘটনাস্থল এলাকায় পৌঁছালে উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
ইসলামপুর মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, মূলত মূল সড়ক থেকে ফুটপাত অনেক নিচু হওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে।
লবণ ও গাড়ির আংশিক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গাড়ির চাকা পিছলে মূল সড়ক থেকে ফুটপাতে পড়ে যাওয়াতে ঘটছে দুর্ঘটনা। ফুটপাত উচু করা হলে সড়কে দুর্ঘটনা অনেক কমবে বলেও জানান তিনি।