কোরআন প্রতিযোগিতায় ঈদগাঁওর মোহাম্মদিয়া রওদ্বাতুত মাদ্রাসার কৃতিত্ব 

রিপোর্টার: এম আবু হেনা সাগর, ঈদগাঁও 
প্রকাশ: 1 hour ago

আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত চকরিয়ায় জাতীয় হিফজুল কোরান প্রতিযোগিতায় কক্সবাজার জেলা অডিশনেই এবার কৃতিত্ব ধরে রেখেছেন ঈদগাঁও উপজেলা স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া রও দ্বাতুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা।

গতকাল চকরিয়া সুরাজপুর ইসলামিয়া মাদ্রাসা এ প্রতিযোগিতায় মোহাম্মদিয়া রওদ্বাতুত মাদ্রাসার দুইজন হেফজ ছাত্র তারেকুর রহমান ও আবদু রহমান কৃতিত্ব অর্জন করেছে। তারা তৃতীয় ও অষ্টম স্থান অধিকার করেছেন। তাদের হাতে তুলে দেন ইয়েস কার্ড,সাটিফিকেট,কেস্ট।

এদিকে ২০২৪ সালে প্রতিষ্ঠা লাভ করা মাদ্রাসা টি হাঁটি হাঁটি পা পা করে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। অল্প সংখ্যক ছাত্র নিয়েই তারা পড়ার মান ধরে রেখেই কোরআন শিক্ষার পাশা পাশি জেনারেল শিক্ষায়ও মোটামুটি অবস্থানে রয়েছে।

মাদ্রাসাটি ২০২৪ সালে ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় একটি সংগঠনের উদ্যোগে হিফজ প্রতিযোগিতায় মেধায় সপ্তম স্থান অধিকার করেন। এছাড়াও বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা কতৃক আয়োজিত পটিয়ায় হেফজ প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করেছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুবিনুল হক ইসলামাবাদী এ প্রতিবেদককে জানান-
কোরআনের পাশাপাশি সাধারণ শিক্ষায় অন্যন্য প্রতিষ্ঠানের সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান চলমান।