1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ পেকুয়া উপজেলা জামায়াত আমীরের পিতার জানাযায় -সালাহউদ্দিন মায়ের মৃত্যূর ৯ দিন পর পিতার মৃত্যু

বিবেক সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ পায়

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখা কতৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত হোটেলে এ সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ মমিনুর রশিদ শাইন, সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। প্রধান বক্তা ছিলেন, মুহাম্মদ কামরুল ইসলাম, মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপেল মাহমুদ, এ্যাডিশনাল ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান সরদার জুয়েল, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; মোঃ কামাল হোসেন আজাদ, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; মোঃ গোলাম সারওয়ার, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; এস. এম. মুঞ্জুরুল হাসান, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; মোহাম্মদ আলী, সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কক্সবাজার জেলা ও পরিচালক, চেম্বার অব কমার্স, কক্সবাজার; সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং শাহাব উদ্দিন চৌধুরী, সম্মুখসারীর জুলাইযোদ্ধা।

সভায় সভাপতিত্ব করেন নুরুল আমিন হেলালী, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা শাখা। সঞ্চালনা করেন এম. আর.আয়াজ রবি সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, জেলা শাখা।

বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অর্থ সম্পাদক নুরুল হক চকোরী, সহ সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার ব্যুরোচীপ আমিন উল্লাহ আমিন,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার জিয়াউল করিম,সিনিয়র সাংবাদিক জাফর সাদেক, সাংবাদিক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সম্পাদক আমান উল্লাহ, এসএ টেলিভিশনের প্রতিনিধি আহসান সুমন,বাংলা টিভির প্রতিনিধি আমিনুল হক আমিন,বীচ টিভি চেয়ারম্যান সোহেল মাহমুদ,রামু উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ,ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক এম আবু হেনা সাগর, দিদারুল ইসলাম জিসান, আব্দুর রহমান, আনাসুল হক,শিল্পী নুরুল আলম কুতুবী,সচেতন নাগরিক বেলাল উদ্দিন মো. হোসেন সুমন (দৈনিক স্বাধীন সংবাদ), ইউছুফ আলী জাহাঙ্গীর আলম (চেয়ারম্যান ইউটিটিসি), আব্দুর রহিম বাবু (হেলপ ইউথ ক্লাব), হাসান (অর্থ সম্পাদক) ও এম.কে.আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কলমের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির চিত্র প্রকাশ পায়। সাংবাদিকদের নিরাপত্তা,ন্যায্য সুযোগ, পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্ব শীল সাংবাদিকতা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট