১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ঈদগাঁও আধুনিক হাসপাতাল। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২২শে অক্টোবর বুধবার দিনব্যাপী এ কার্যক্রম চলে।
বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতাল সাজানো হয় অপ রুপে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন জানান, ১২জন চিকিৎসক সকাল ৯ টা থেকে রাত পযন্ত চিকিৎসা সেবা দিয়েছেন। কর্ম রত ডাক্তারগণ ফ্রিতে রোগীদের ব্যবস্থাপত্র ও পরামর্শ দিচ্ছিলেন।
হাসপাতালের এ পরিচালক আরো জানান, দূর-দূরান্ত থেকে আগত রোগীদেরকে জেনারেল সার্জারি, মহিলা রোগী, শিশু রোগী, চর্ম ও যৌন রোগী, মেডিসিন, বাত- ব্যাথা, নাক, কান ও গলা রোগীদের ভিজিটসহ আলট্রা সেবা দেয়া হয়।
হাসপাতালটির নিজস্ব ৬০জন স্টাফ সহ দুইজন এফসিপিএস চিকিৎসক ডা: জাকির হোসেন মিশু ও ডা: জিন্নাতুন্নেসা শিশু চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
দেখা যায়, হাসপাতালটির নিচতলা ও ছাদের উপরে রোগীদেরকে সেবা দেয়া হয়। পুরো হাস পাতালটিতে আগত রোগীরা ভিড় ছিল। রোগীরা চিকিৎসা পেয়ে খুশিতে উৎফুল্ল।###