ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মড়েল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

রিপোর্টার: এম আবু হেনা সাগর, ঈদগাঁও( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত তাহফিজ মড়েল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার বিকেলে ঈদগাহ কেজি স্কুল সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ হোসাইন আদনানের সভাপতিত্বে এই  মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা ম্যানেজার
মোহাম্মদ রিদোয়ানুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা জুনায়েদ কবির, কক্সবাজার ইসলামীয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক সাইদুল হক সায়িদ, ইউসিবি ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা নুরুল আলম খালভী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু বক্কর ছিদ্দিকসহ আরো অনেকে।

মাদ্রাসার মহিলা ও পুরুষ শাখার দুজন শিক্ষাথী পবিত্র কুরআনের ছবক নেন। কুরআন শরীফের সুমধুর কন্ঠে মুখরিত হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গন।
এতে ছাত্র ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা অংশ নেন।