রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার: মোঃ নাছির উদ্দিন , রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

কক্সবাজারের রামুতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চক্র দাস (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পান্জেগানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চক্র দাস রাজারকুল মনসুর আলী উচ্চ সিকদার আইডিয়্যাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, ছুটির দিনে নিজের কামারের দোকানে কাজ করছিল চক্র দাস। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।