ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত: শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা

রিপোর্টার: এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
প্রকাশ: 2 weeks ago

আইনের কঠোর প্রয়োগ নয়,সামাজিক প্রতিরোধই পারে মাদকাসক্তি নির্মূল করতে” – এ বিতর্কের বিষয় নিয়ে তুমুল যুক্তিতর্কের ঝড় তুলে দু-পক্ষের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২রা নভেম্বর (রবিবার) দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতি ষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় হলে অনুষ্ঠিত ৭ম শ্রেণি পদ্মা শাখা ও মেঘনা শাখার মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সার্জেন্ট ঈদগাও থানা ট্রাফিক বিভাগের শান্তময় দাশ।

প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আবদুছালাম মৃধা। বিচারকের দায়িত্বে নুর জাহান, ছালেহা আক্তার ও সাঈদ মোহাম্মদ মনছুর। সময় রক্ষক জেসি ও বদরিয়া রাইছা।
পক্ষ দলে ছিলেন নোহা, তাফরিন জান্নাত ও মিথি। বিপক্ষ দলে ছিলেন ফারহানা, আরিশা ও তাসি।