1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল মেরাজ আজ মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

লামায় ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

লামায় ১৬ জুলাই “শহীদ আবু সাঈদ দিবস” ৫ আগস্ট ” জুলাই গণঅভ্যুত্থন দিবস” এবং ৮ আগস্ট ” নতুন বাংলাদেশ দিবস” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশিকা পড়ে শুনানো হয়।সারা দেশের ন্যায় পার্বত্য লামা উপজেলায়ও ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক (স্কুল/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (কলেজ/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।”২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার বিষয়বস্তু হতে হবে ২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান কেন্দ্রিক। আগ্রহী প্রতিষ্ঠান কমিটি কর্তৃক নির্ধারিত স্থান/দেয়ালে নিজেদের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রতিযোগিতায় অংশ নেবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব দেয়াল নেই সেসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ নেবে। মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (১১শ-১২শ শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) প্রতিষ্ঠানভিত্তিক আলাদা আলাদা প্রতিযোগিতা হবে। অন্য কোনো গ্রাফিতি বা সংবেদনশীল অঙ্কন মুছে গ্রাফিতি অঙ্কনের স্থান নির্ধারণ করা যাবে না। গ্রাফিতি অঙ্কনের স্থানটি নতুন ও যথোপযুক্ত হতে হবে। তবে পূর্বের গ্রাফিতি একান্তই মুছে ফেলার প্রয়োজন হলে তা ভিডিও ধারণপূর্বক সংরক্ষণ করে মুছে ফেলতে হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিযোগী নির্বাচন করবেন ও উপজেলা/থানা কমিটির সদস্যের উপস্থিতিতে প্রতিযোগীগণ সমস্ত উপকরণসহ গ্রাফিতি অঙ্কনের নির্ধারিত স্থানে সমবেত হয়ে গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করবে। অঙ্কন শেষে উপজেলা/থানা কমিটি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করবে এবং মানসম্মত ও নির্বাচিত গ্রাফিতি ও চিত্রাঙ্কনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা পৃথকভাবে জেলা কমিটির নিকট প্রেরণ করবে।” সভায় উপজেলা প্রকৌশলী আবু হানিফ, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট