মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার: এইচ.এম.আকতার মিয়া, মহেশখালী
প্রকাশ: 4 months ago

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পসংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. মামুন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র।

শনিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে প্রকল্প এলাকার ‘সেলফি গেইট’ নামক স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, “মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।”