পায়ুপথে পাচারকালে চকরিয়ায় ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার: ভোরের কণ্ঠ
প্রকাশ: 3 months ago

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক মাদক কারবারিকে আটিক করেছে পুলিশ। এসময় তার পায়ুপথ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আজাদ নোয়াখালীর সুধারাম উপজেলার কাঞ্চনপুর ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আমিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে থানা পুলিশের একটি টিম অভিযানের অংশ বিশেষ মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ তল্লাশীকালে মোহাম্মদ আজাদ নামে এক যুবকের সন্দেহ হলে তাকে আটক করেন। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি দেন। পরে ধৃত যুবক আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসামীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করে তার পায়ুপথের মাধ্যমে একে একে ইয়াবা ট্যাবলেটের পুঁটলি বের করে ১হাজার  ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় মহাসড়কে পুলিশের অভিযানে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় ১ হাজার  ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।