চকরিয়া খুটাখালীতে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে নবজাতক শিশু

রিপোর্টার: এম জিয়াবুল হক, চকরিয়া
প্রকাশ: 2 months ago

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল থেকে শরীরে আঘাতপ্রাপ্ত এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই নবজাতক শিশুকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। পরে ওই শিশুকে  ঈদগাঁও মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে অপেক্ষমান ওই নারী জানান, তিনি বুধবার দুপুরে লাকড়ি সংগ্রহ করতে বাড়ির পাশে জঙ্গলে যান। এসময় জঙ্গলের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতকটিকে কুঁড়িয়ে পেয়েছেন।

জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক জুনায়েদ সায়দ বলেন, ওই নারী দাবি করেছেন তিনি জঙ্গলের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। শিশুটির মাথা, বুক ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে পলিথিনে বেঁধে রাখা হয়। যাতে শ্বাস নিতে না পারে।

বর্তমানে ওই নবজাতক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রফিক উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, শিশুটি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন ডাক্তার জুনায়েদ।