
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ( ২৬ অক্টোবর) বিকেলে চকরিয়া থানা সড়ক নতুন কার্যালয়ে ১৮ টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা ঝটিকা মিছিল এসে সমবেত হয়। দলীয় কার্যালয়ে থেকে একটি র্যালি বের হয়ে চকরিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে কৈয়ারবিল ইউনিয়নের গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাকের উল্লাহর সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাস্টার আরাফাত চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও অফিস কার্যালয় শুভ উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক ও কক্সবাজার -১ ( চকরিয়া -পেকুয়া) আসনে মনোনীত এমপি পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।
উদ্বোধক হিসেবে উপস্থিত করেন, চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।
এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া – পেকুয়া এবি পার্টির এমপি পদপ্রার্থী অধ্যাপক এবি ওয়াহেদ, দলটির চকরিয়া উপজেলা সভাপতি এড. আনোয়ারুল ইসলাম সিকদার, চকরিয়া পৌর জামায়াত নেতা এহেছানুল হক, এবি পার্টি চকরিয়ার সাধারণ সম্পাদক আনিছুর রহমান বি.কম।
আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ,চকরিয়া শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, চকরিয়া যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিত মোহাম্মদ আকরাম।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা গনজোয়ার সৃষ্টি করেছে। জনগণ প্রাইম কাদের ভাইয়ের জন্য অপেক্ষারত কক্সবাজার -১ ট্রাক মার্কার ইনশাল্লাহ। ১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের থেকে ২৪ সালে গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ভাইয়ের হাতে গড়া রাজনৈতিক দল কক্সবাজার -১ মাটিতে ট্রাক মার্কা সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর পরিবেশে জণগনের উপস্থিতিতে।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য মোহাম্মদ মুফিজুর রহমান, মোহাম্মদ মানিক ( এমইউপি), রুবেলসহ শ্রমিক, যুব, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
বক্তব্যে শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সমাপ্ত করা হয়।