চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

রিপোর্টার: আরাফাত চৌধুরী
প্রকাশ: 2 weeks ago

কক্সবাজারে চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হন আরও দুইজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।