শার্শায় বিএনপির প্রার্থী তৃপ্তির নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

রিপোর্টার: মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: 1 week ago

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি তার নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামে তার নিজ বাসভবনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
তার বক্তব্যে তিনি বলেন—
“বিএনপি বহুবার আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আস্থা রেখেছে। জনগণের ভালোবাসায় আমি অতীতেও সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। যদি আবারো আপনাদের দোয়া ও সমর্থনে এমপি হতে পারি, তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করব, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটাব এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ শার্শা গড়ে তুলব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, এবং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সভা পরিচালনায়।
এছাড়া উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না,সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা আব্দুর রশিদ ও মাস্টার বজলুল রহমানসহ আরও অনেকে।
সুধী সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও ধানের শীষের বিজয় কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।