চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সাজ্জাদ আটক

লেখক: সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ২ মাস আগে

কক্সবাজারের চকরিয়ায় রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার গ্রেফতারী পরওয়ানা ভুক্ত আসামি সাজ্জাদ হোসেন (২৫) কে মালুমঘাট বাজার থেকে গ্রেফতারের পর চকরিয়া থানায় নিয়ে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিযে যায় স্বজনেরা। পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়ে যাওয়া পালাতক আসামি সাজ্জাদ হোসেন কক্সবাজারে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত ৩ টায় কক্সবাজারের একটি আবাসিক হোটেল (ওয়ার্ল্ড বিচ রিসোর্ট) থেকে আটক হন সাজ্জাদ হোসেন।

চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,চকরিয়া থানাপুলিশের বিশেষ নজরদারি ও কক্সবাজারের গোয়েন্দা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে আসামি সাজ্জাদ হোসেন কে আটক করতে সক্ষম হয় কক্সবাজার ডিবি পুলিশ।###