এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এ বছরও শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৪৮জন ক্যাডেট এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এমন অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন শিক্ষকমণ্ডলী, ক্যাডেট ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন বলেন, প্রতিষ্ঠানটির কঠোর শৃঙ্খলা এবং শিক্ষক ও ক্যাডেটদের পরিশ্রমের ফলে প্রতিবছর এসএসসি এবং এইচএসসিতে ভালো ফল করছে বরিশাল ক্যাডেট কলেজ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।