এসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ২ মাস আগে

এসএসসি পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ হওয়ার পর গলায় ওড়না পেঁচিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

আত্মহত্যা করা প্রিয়তম রুদ্র (১৬) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দু পাড়া এলাকার বাসিন্দা। সে খুরুস্কুল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

নিহতের বাবা কাঞ্চন রুদ্র বলেন, “আমার ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে আমার স্ত্রী ও ছেলে একসাথে ভাত খাওয়া শেষ করে। টিভিতে খবর দেখছিলাম তখন প্রিয়তম তার সহপাঠীর বাসায় ছিলো। পরে ঘরে আসলে তাকে বলি তোর মামা ফোন করেছে, বলছে তুই নাকি দুই বিষয়ে খারাপ করেছিস।”

“সেটা শোনার পর প্রিয়তম তার মাকে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানিনা।”

কাঞ্চন রুদ্র বলেন, “অফিসে আসার ২০-৩০ মিনিট পর আমার বোন কল করে বলে ঘরের দরজা জানলা সব বন্ধ। ডাকডাকি করার পরও প্রিয়তম দরজা খুলছে না।”

পরে দরজা না খোলায় ঘরের টিন কেটে ভিতরে ঢুকে স্বজনরা দেখেন ফ্যান সাথে ওড়না প্যাচানো অবস্থা ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান এই শিক্ষার্থীর বাবা।