চকরিয়ায় ট্রেন- ট্রাক সংঘর্ষ, আহত- ২

লেখক: মনিরুল আমিন
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

রবিবার(১৪ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে,পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের সজোরে ধাক্কায় ট্রাকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে,দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন,ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই,এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।##