জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।
ডেব কেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অবশেষে সচল হলো লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স। নতুন চাকা সংযোজনের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি পুনরায় চালু হওয়ায় এখন থেকে লামাবাসী উন্নত রোগী পরিবহন সুবিধা পাবে।বৃহস্পতিবার ১৭ জুলাই, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ডেব কেয়ার ফাউন্ডেশনের কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাকাগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান।দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি অচল থাকায় লামা উপজেলার রোগীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি হচ্ছিল। ডেব কেয়ার ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ফলে সেই সমস্যার সমাধান হলো। লামাবাসীর পক্ষ থেকে ডেব কেয়ার ফাউন্ডেশনকে তাদের এই উদার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। এই অ্যাম্বুলেন্সটি সচল হওয়ার মধ্য দিয়ে লামাবাসীর জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তি নিশ্চিত হলো।