চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে শ্রীলঙ্কা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এরপর মাস খানেক পেরিয়ে গেলেও হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে ফিট হতে পারেননি তিনি। ফলে জিম্বাবুয়ে সিরিজেও এই তারকা অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না দল।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ৬ ও ৭ সেপ্টেম্বর।
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, দুনিথ ওয়েলালাগে, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা এবং দিলশান মাদুশাঙ্কা।