ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর আগে অলআউট হলো অস্ট্রেলিয়া। তাদের আরও একটি লজ্জার হার উপহার দিলো দক্ষিণ আফ্রিকা।
ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়ারা জিতেছে ৮৪ রানে। আগের ম্যাচে ৯৮ রানের জয় পেয়েছিল এইডেন মার্করামের দল। ফলে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৭৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে গেছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া।
জশ ইংলিশ আর ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ইংলিশ ৭৪ বলে ১০ চার আর ২ ছক্কায় খেলেন ৮৭ রানের ইনিংস। ৫৪ বলে ৩৫ করেন গ্রিন। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
এর আগে ২৩ রানে ২ উইকেট হারালেও ম্যাথিউ ব্রিটজকে আর ত্রিস্তান স্টাবসের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করেন তারা।