ভুটানের নারী ফুটবল লিগে খেলছে বাংলাদেশের ১৬ জন নারী ফুটবলার। এর মধ্যে লিগের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল থিম্পু কলেজ এফসি ক্লাবে খেলছেন পাঁচজন ফুটবলার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) খেলা ছিল থিম্পু কলেজের। সেই ম্যাচে ৪০-০ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশি ফুটবলার তহুরা খাতুনরা।
ম্যাচে তহুরাদের প্রতিপক্ষ ছিল সামসে উইমেন ফুটবল ক্লাব। ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ড জয় এটি। ম্যাচে থিম্পুর একাধিক খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের দুই ফুটবলারও আছেন সেই তালিকায়।
ক্লাবটিতে বাংলাদেশের পাঁচজন ফুটবলার খেললেও সামসে উইমেন ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেছেন দুইজন ফুটবলার, তহুরা খাতুন আর শামসুন্নাহার জুনিয়র। গোলবন্যার ম্যাচে তারাও জাল খুঁজে নিয়েছেন বেশ কয়েকবার, দুইজনই করেছেন জোড়া হ্যাটট্রিক।
রয়েল থিম্পু কলেজ এফসি ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আপডেট অনুযায়ী, শামসুন্নাহার জাল খুঁজে নিয়েছেন ৭ বার আর তহুরা ৬ বার।
ভুটানের ক্লাবটির হয়ে তহুরা, শামসুন্নাহার বাদেও খেলছেন আরও তিন ফুটবলার— শাহেদা আক্তার রিপা, স্বপ্নারানী ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তবে আফঈদা কেবল এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ভুটানের লিগে খেলবেন না তিনি।