চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামু বাইপাস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সদস্য ও চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, আহ্বায়ক আবদুল করিম সওদাগর, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুতু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবসার কামাল শিকদার,জোয়ারিয়ানালা যুবদল নেতা মোনায়েম তাহের পারভেজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো পর্যটক, যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করলেও সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও নাজুক অবস্থায় রয়েছে। ফলে দুর্ঘটনা ও যানজটে ভোগান্তি বাড়ছে, যা পর্যটন শিল্প ও অর্থনীতির বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তারা আরও বলেন, সরকারের আমলে বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও কক্সবাজারগামী এ মহাসড়ক এখনও চার লেনেও উন্নীত হয়নি। এটি হতাশাজনক উল্লেখ করে বক্তারা পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অবিলম্বে এ মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
মানববন্ধনে রামু উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।