বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে কারা থাকছেন

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ৪ ঘন্টা আগে

এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপপর্বে জয়ের হ্যাটট্রিকের পর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে তারা। এবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা আছে। 

সাধারণত জয়ী দলে বদল হয় না খুব একটা। এবারের এশিয়া কাপে ভারত শুরু থেকে যে দল খেলিয়েছে, বাংলাদেশের বিপক্ষেও চেনা দলই খেলাতে পারে ভারত। অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে।

উদ্বোধনীতে দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমান গিলকে। এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান করেছেন অভিষেক। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে তার ঝোড়ো ইনিংস দলকে জিতিয়েছে। আজ বাংলাদেশের বোলারদেরও চ্যালেঞ্জ জানাতে পারেন তিনি। পাশাপাশি তার স্পিন বোলিংও ব্যবহার করতে পারবে সূর্যকুমাররা।

সুপার ফোরে ব্যাট হাতে জ্বলে উঠেছেন শুভমান গিল। বাংলাদেশের বিপক্ষেও তার ব্যাটে ভরসা করতে পারে দল। তিনে ব্যাট করতে পারেন তিলক ভার্মা। এরপর দেখা যাবে দলনেতা সূর্যকুমার যাদবকে। উইকেটকিপিংয়ে থাকবেন সঞ্জু স্যামসন। এ ছাড়া বাকি নামগুলোও পরিচিত। হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে ও অক্ষর প্যাটেল। ব্যাট-বল দুই বিভাগেই বিপদ বাড়াতে পারেন তারা। স্পিন আক্রমণে দেখা যাবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে। দলের সেরা পেসার জাসপ্রীত বুমরাহর খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও তাকে খেলাবে ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা মাত্র একবার জয় পেয়েছে। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।