টস করতে এলেন দুই দলের অধিনায়ক। তবে সূর্যকুমার যাদব কিংবা সালমান আলী আগা কেউ কারো সঙ্গে হাত মেলাননি। চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো দুই দেশের অধিনায়কের বৈরিতা দেখল ক্রিকেট বিশ্ব।
ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের আমন্ত্রণে আগে ব্যাট করবে পাকিস্তান।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।
এশিয়া কাপের চলতি আসরজুড়ে চোখ ধাঁধানো ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। ফাইনালেও ভারতীয় তরুণের সামনে হাতছানি দিচ্ছে একাধিক রেকর্ড।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫১.৫০ গড় ও ২০৯.৬৩ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন অভিষেক, যা এশিয়া কাপ টি-টোয়েন্টির এক আসরে সর্বোচ্চ। আজ ১১ রান করতে পারলেই কোহলিকে (৩১৯, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছাড়িয়ে কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন অভিষেক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ সাত ইনিংসেই ত্রিশ ছোঁয়া রান করেছেন অভিষেক। তার ইনিংসগুলো- ১৩৫, ৩০, ৩১, ৩৮, ৭৪, ৭৫, ৬১। আন্তর্জাতিক ক্রিকেটে টানা সাতটি ৩০ ছোঁয়া ইনিংস আর দুজনের আছে— রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের। আজ আরেকটি ৩০ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই রোহিত ও রিজওয়ানকে ছাড়িয়ে যাবেন অভিষেক।
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এশিয়ার বিশ্বকাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপার লড়াইয়ে মাঠে নামছে দুই দল। ভারত-পাকিস্তানের উন্মাদনায় শামিল হতে আমার দেশ পাঠকদের জন্য থাকছে সরাসরি ধারা বিবরণী।