ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় হিফজ সমাপনী ও দোয়া মাহফিল সম্পন্ন 

রিপোর্টার: এম আবু হেনা সাগর, ঈদগাঁও( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: 5 days ago

ঈদগাঁও বাজারের প্রাণ কেন্দ্রেই অবস্থিত ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১২ নভেম্বর (বুধবার) সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতা হিফজ সমাপনী ছবক,দোয়া মাহফিল মাদ্রাসার পরিচালক নজরুল ইসলাম ঈদগাহীর পরিচালনায় মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী, ওয়ায়েজ ইমাম জাফর আলম, জুনায়েদ কবির, আধুনিক হাসপাতালে দায়িত্বশীল সাহাব উদ্দিন,মাদ্রাসার শিক্ষক ক্বারী হাফেজ শোয়াইব,নাজিম উদ্দীন,শওকত, মোহা: একরামুল হক, শাহজাহান,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার দিদারুল ইসলাম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিছসহ অনেকেই।

এতে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসায় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হাবিব উল্লাহ মিজবাহ, মিসকাত,সাইফুল,সাজিদুল ইসলাম ও ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট পুরুস্কার প্রাপ্তদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়,হিফজ বিভাগ থেকে হিফজ সম্পন্ন করেন দুইজন আর তিনজন ছবক প্রদান করেন।