চককরিয়ার বৃহত্তর মানবিক সংগঠন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি অটিস্টিক প্রজেক্ট থেকে দশম বারের মতো হুইলচেয়ার করা হয়েছে।
শুক্রবার( ২৮ নভেম্বর) পেকুয়া উজানটিয়া গুদামঝিরি ঘোনা এলাকায় প্রতিবন্ধী ফারিয়া আফসান রাইসাকে এ চেয়ার বিতরণ করেন।
সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবিক কাজে এগিয়ে আসছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন মাস্টার মিনহাজ উদ্দিন, এডমিন আব্দুল হামিদ, কার্যকরী সদস্য বোরহান শরীফ ইমন , সদস্য ও দাতা ইমতিয়াজ ইমনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় তারা বলেন, ‘প্রতিবন্ধীরা কোন সমাজের বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন।
প্রতিবন্ধীর অভিভাবক জানান,আমার এ প্রতিবন্ধী সন্তানের জন্য হুইলচেয়ারটি খুবই উপকারে আসবে। তিনি জন্মলগ্ন থেকে বোবা ও হাঁটাচলা অপারগ ।প্রতিবন্ধীর স্বজনেরা হুইল চেয়ার গ্রহন করে চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।