রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা সম্পন্ন
প্রকাশিত:
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
৭৯
বার পড়া হয়েছে
রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান এর সঞ্চালনায় প্রথমে কোরআন তেলওয়াত করেন সিবিএন এর স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন।
রামু প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য(কক্সবাজার -৩) লুৎফুর রহমান কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের বাংলা উপসম্পাদক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, এডভোকেট শওকত ওসমান,রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী,প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন,রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা বিএনপি নেতা ফরিদুল আলম,রামু উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক আহসান জুবায়ের।
এ ছাড়া সাংবাদিক, সাহিত্যিক,গবেষক, লেখক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম স্বদেশ শর্মা, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দীপক বড়ুয়া এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মোহাম্মদ হোসেনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়াও গুণিজন সংবর্ধনায় রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য সুলতান আহমদ মনিরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) সাধন কুমার দে, লেখক,ছড়াকার ও গীতিকার ধনীরাম বড়ুয়াকে ক্রেস প্রদান করা হয়। এ ছাড়া রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী সকল সদস্যবৃন্দকে রামু প্রেস ক্লাবের সদস্য কার্ড প্রদান করেন।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত রামু প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।