
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি।
০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার আহ্বায়ক ও সংগঠনের সক্রিয় রক্ত-যোদ্ধা হিসেবে পরিচিত মুহাম্মদ মেহেদি হাসান সংগঠনটি থেকে পদত্যাগ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে (ICAB) যোগ দিয়েছেন। সে ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করে।
তার সংগঠন পরিবর্তনের কারণ সম্পর্কে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি সাংস্কৃতিক ইস্যুতে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের বিষয়ে ছাত্র ফেডারেশনের অবস্থানের সঙ্গে মেহেদি হাসান নিজেকে আদর্শগতভাবে একমত করতে না পারায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে নববী আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা নবীন সদস্য মেহেদি হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা বিশ্বাস করি, মেহেদি হাসান দ্বীন প্রতিষ্ঠার একজন আন্তরিক কর্মী হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আল্লাহর দরবারে তার জন্য কল্যাণ, সুস্থতা এবং দীন প্রতিষ্ঠার কাজে দৃঢ়তার দোয়া করেন।