1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ পেকুয়া উপজেলা জামায়াত আমীরের পিতার জানাযায় -সালাহউদ্দিন মায়ের মৃত্যূর ৯ দিন পর পিতার মৃত্যু

শীতে শুধু নারীদের নয়, পুরুষদেরও ঠোঁটের যত্ন প্রয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

শীত এলেই ত্বকের নানা সমস্যা সামনে আসে। হাত-পা শুকিয়ে যাওয়া, ত্বকে রুক্ষভাব, এসব নিয়ে অনেকেই সতর্ক থাকেন। কিন্তু ঠোঁটের যত্ন নেওয়ার বিষয়ে পুরুষদের উদাসীনতা এখনো চোখে পড়ে। অথচ শীতকালে পুরুষদের ঠোঁটও সমানভাবে ফেটে যাওয়া, কালচে হয়ে যাওয়া কিংবা চামড়া ওঠার মতো সমস্যায় পড়ে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন, তাদের ঠোঁটে কালচে দাগছোপ পড়া এবং অতিরিক্ত শুষ্কতা দেখা যায় বেশি।

ঠোঁটের ত্বক স্বাভাবিকভাবেই খুবই কোমল ও পাতলা। সেখানে তেলের গ্রন্থি কম থাকায় শীতের শুষ্ক বাতাসে আর্দ্রতা দ্রুত হারায়। আবার ঘন ঘন ঠোঁটে জিভ বোলানোর অভ্যাস থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁট আরও শুকিয়ে যায়। অনেকের ক্ষেত্রে ফাটা ঠোঁট থেকে রক্তও বেরোতে শুরু করে, যা দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তির কারণ হয়ে ওঠে। তাই শীতে ঠোঁটের যত্ন নেওয়া বিলাসিতা নয়, বরং প্রয়োজন।

অনেকে মনে করেন, ঠোঁটের যত্ন শুধু নারীদের বিষয়। কিন্তু বাস্তবে সুস্থ ও পরিচ্ছন্ন ঠোঁট ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত যত্ন নিলে পুরুষদের ঠোঁটও হতে পারে মসৃণ ও স্বাস্থ্যকর। এ জন্য বাজারচলতি নানা লিপবাম ব্যবহার না করলেও চলে। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই ঘরে বসে কার্যকর পরিচর্যা করা যায়।

ঠোঁটের কালচে দাগ ও মৃত ত্বক দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক স্ক্রাব। এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে অল্প করে এই মিশ্রণ ঠোঁটে আলতোভাবে ঘষুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ধূমপানের কারণে হওয়া কালচে দাগ হালকা হতে শুরু করবে এবং ঠোঁট নরম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট