
চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঝমকালো আয়োজনে সম্পন্ন হলো দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক পারিবারিক বনভোজন। শনিবার (২০ ডিসেম্বর) চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ও পারিবারিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান। কর্মশালায় আগত সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের প্রাইম। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ( দৈনিক সমকাল), এম জাহেদ চৌধুরী(দৈনিক পূর্বকোণ) ও আবুল কালাম আজাদ( সংবাদ দিগন্ত)।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী আহসান, মনজুর আলম(যায়যায়দিন), মনসুর আলম রানা(দৈনিক খোলা কাগজ), জিয়াউদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), নুরুূ্দ্দুজা জনি( আজকের কক্সবাজার), মো: জোবাইরুল ইসলাম(সিপ্লাস টিভি) আবদুল মতিন চৌধুরী (জনতা), সাংবাদিক বিএম হাবিব উল্লাহ(দি নিউ নেশন), সাংবাদিক এস এম হান্নান শাহ(সকালের সময়), অলিউল্লাহ রনি(দৈনিক খবরপত্র), জামাল হোছাইন(নওরোজ আজাদ), মো:শাহ আলম ( দৈনিক তৃতীয় মাত্রা, সাংবাদিক শাহরিয়ার বাপ্পী(আজকের পত্রিকা), সাইফুল ইসলাম সাইফ(রূপালী বাংলাদেশ), মো: কামাল উদ্দিন( কক্সবাজার বার্তা), শাহজালাল শাহেদ(সংগ্রাম), ওমর আলী(স্পষ্টবাদী), নিজাম উদ্দিন(দেনিক জননী), শাহদাত আলী জিন্নাহ(স্বদেশ প্রতিদিন) ,মোস্তফা কামাল(আজকের দেশ বিদেশ), আবদুল করিম বিটু(দৈনিক জবাবদিহি), ইউসুফ বিন হোছাইন( দৈনিক বাংলা), রাজু দাশ(রূপসী গ্রাম), নাজমুল সাঈদ সোহেল(প্রতিদিনের সংবাদ) , রিয়াদউদ্দিন( এনএএন টিভি) , আলমগীর রানা(দৈনিক স্বদেশ বিচিত্র) , ইসমাইল তুহিন(দৈনিক দৈনন্দিন) , আরাফাত চৌধুরী( স্বাধীন সংবাদ), নুরুল আমিন টিপু(কক্সবাজার বাণী), রেজাউল করিম(আজকের বসুন্ধরা) , সাংবাদিক আদিল চৌধুরী(দৈনিক দৈনন্দিন) , শাহরিয়ার মাহমুদ(বাংলাদেশের আলো), ফরিদা ইয়াসমিন( দৈনিক দৈনন্দিন), ফয়সাল মাহমুদ সাগর(দৈনিক নবচেতনা), সাংবাদিক ইয়ার রহমান( আলোকিত সকাল), জাহেদুল ইসলাম রুবেল( দৈনিক কক্সবাজার বাণী), শফিউল করিম সবুজ( সোনালি কণ্ঠ), বিজন কুমার বিশ্বাস ( দৈনিক স্বাধীন মত),প্রদীপ পাল( দি ক্রাইম বিডি) আরিফুল মতিন চৌধুরী ( নতুন আশা), নজরুল ইসলাম প্রমুখ।
মোবাইল সাংবাদিকতা বিষয়ে উপস্থাপনা করেন সাংবাদিক বিজন কুমার।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহনকারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।