
মনিরুল আমিন( বার্তা পরিবেশক) চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর।
রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়েনের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার পূর্ব পাড়ার গোলাপ জানের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রোববার রাতে চুলাতে রান্না শেষ করে গোপাল জান। ভুলবশত তিনি চুলার আগুন নিভাতে ভুলে যান। পরবর্তীতে চুলার আগুন থেকে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন,গোপাল জান বিধবা। স্বামী মারা গেছে অনেক বছর হয়ে গেছে। নিজে কষ্টের উর্পাজনে সংসার চলে। গোলাপ জানের বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার বিষয়টি ইউএনওকে জানিয়েছি।