
ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। আর তাতেই স্বর্ণ এবং রুপার দাম আকাশ ছুঁয়েছে। খবর রয়টার্সের।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ৭৪ ডলারে। দিনের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড ৪ হাজার ৬৩৩ ডলারে পৌঁছায়।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৫ দশমিক ৩০ ডলার ছুঁয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা এবং ফেড চেয়ারম্যানকে ঘিরে ফৌজদারি তদন্ত–এসবের ফলেই স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।’
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। দিনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৮৪ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।
স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৭৪ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬৪ দশমিক ১৯ ডলারে লেনদেন হয়েছে।
এএনজেডের পণ্য কৌশলবিদ সোনি কুমারি বলেন, ‘পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে খুব শিগগিরই রুপার দাম প্রতি আউন্স ৯০ ডলারের দিকে এগোতে পারে। নীতিগত অনিশ্চয়তা এখনও রয়ে গেছে, আর চীনের কিছু বিধিনিষেধের প্রভাব এখনো পুরোপুরি দেখা বাকি।’
এদিকে আজ (সোমবার) দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।