আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৭ অক্টোবর ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে। এখন তার পূজা করা হয়। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে।’
মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলার পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
মানববন্ধনে অংশ নিতে আসা বাউল শিল্পীদের ওপর হামলার করে ‘তৌহিদি জনতা’ ব্যানারে সমাবেশে অংশ নেওয়া আলেম সমাজের কিছু অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ নভেম্বর আহত ভক্ত আবদুল আলীম বাদী হয়ে অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেন। এছাড়া হামলার বিষয়ে সদর থানা পুলিশ আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।









