1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ পেকুয়া উপজেলা জামায়াত আমীরের পিতার জানাযায় -সালাহউদ্দিন মায়ের মৃত্যূর ৯ দিন পর পিতার মৃত্যু

বিশ্ববাজারে ইতিহাস গড়লো স্বর্ণ ও রুপার দাম

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিশ্বে স্বর্ণের বাজারে টালমাটাল অবস্থা। দফায় দফায় গড়েছে সর্বোচ্চ দামের রেকর্ড। নতুন বছরের শুরুতেই প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। আর তাতেই স্বর্ণ এবং রুপার দাম আকাশ ছুঁয়েছে। খবর রয়টার্সের।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ৭৪ ডলারে। দিনের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড ৪ হাজার ৬৩৩ ডলারে পৌঁছায়।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৫ দশমিক ৩০ ডলার ছুঁয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা এবং ফেড চেয়ারম্যানকে ঘিরে ফৌজদারি তদন্ত–এসবের ফলেই স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।’

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। দিনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৮৪ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।

স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৭৪ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬৪ দশমিক ১৯ ডলারে লেনদেন হয়েছে।

এএনজেডের পণ্য কৌশলবিদ সোনি কুমারি বলেন, ‘পরিস্থিতি যদি এমনই থাকে, তাহলে খুব শিগগিরই রুপার দাম প্রতি আউন্স ৯০ ডলারের দিকে এগোতে পারে। নীতিগত অনিশ্চয়তা এখনও রয়ে গেছে, আর চীনের কিছু বিধিনিষেধের প্রভাব এখনো পুরোপুরি দেখা বাকি।’

এদিকে আজ (সোমবার) দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট