
চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌরসভাস্থ মগবাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত ১১ টায় চকরিয়া পৌর সভার মগবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তিনি বলেন, চকরিয়া পৌরসভার মগবাজার ০৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে।
পরবর্তীতে বাপ্পীর আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুরশিদা বেগম (৩৬)কে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এছাড়া অবৈধভাবে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের উৎস অনুসন্ধানসহ এর সঙ্গে জড়িত মূল হোতাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।###