
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে বৃহত্তর ঈদগাঁও এলাকার শীতার্তদের মধ্যে শীত বস্ত বিতরন করলেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব।
১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত বিতরন করা হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিমের সভাপতিত্বে শুভ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু তাহের। উপস্থিত ছিলেন, ঈদগাহ মড়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তরের মাহ মুদুল হাসান উজ্জল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ অর্থ সম্পাদক নুরুল আমিন, ব্যবসায়ী মাহমুদুল হাসান গুন্নু ও কামাল পাশা।
প্রেসক্লাবের পক্ষে অংশ নেন- সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সহ সভাপতি তৈয়ব জালাল, শফিউল আলম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান ও অর্থ সম্পাদক ছরুয়ার শিফা।
এদিকে অসহায় ও শীতার্তরা শীত কম্বল পেয়ে খুশিতে উৎফুল্ল হন।###