জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি,বান্দরবান।।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নানা প্রজাতির ফলের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ১৭ জুলাই নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফল গাছের চারা রোপণের ফলে ভবিষ্যতে এখানে আগত রোগী ও তাদের স্বজনরা তাজা ফলের স্বাদ নিতে পারবেন এবং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতেও সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।