রোববার দুপুর ২টায় ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় এ সাক্ষাৎ হয়।
সেখানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল(দক্ষিণ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকার হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গলও সেখানে ছিলেন।
গত ২ অগাস্ট ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি হয়। কিছুদিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বসুন্ধরার বাসায় ফেরেন তিনি।
সাক্ষাতের পরে এক ব্রিফিংয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।
‘‘আমীরে জামায়াত উনাকে (উপপ্রধানমন্ত্রী) স্বাগত জানিয়েছেন। সাক্ষাতের আলোচনায় মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে আমিরে জামাত বলেছেন, বিশেষ করে ফিলিস্তিনে হামাসের ওপর যে জুলুম-অত্যাচার চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের একটা বৈঠক আছে সেখানে যাতে ইউনাইটেডলি মুসলিম বিশ্ব একটা শক্ত ভূমিকা নিতে পারে, সে ব্যাপারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা চান আমিরে জামাত।”
এর আগে শনিবার বিকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহেরের নেতৃত্ব ৫ সদস্যের প্রতিনিধি দল গুলশানে পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।