1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ পেকুয়া উপজেলা জামায়াত আমীরের পিতার জানাযায় -সালাহউদ্দিন মায়ের মৃত্যূর ৯ দিন পর পিতার মৃত্যু

সরকার চলছে নির্বাচিত সরকারের মতো — আমীর খসরু

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | গুলশান, ১৮ মে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এমনভাবে চলছে যেন তারা একটি নির্বাচিত সরকার। অথচ এটি একটি অর্ন্তবর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

রবিবার (১৮ মে) রাজধানীর গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‘ঐক্যমতের ভিত্তিতে’ কথাটাও যেন লোক দেখানো:
তিনি বলেন, সরকার বারবার বলছে সংস্কার এবং ঐক্যমতের ভিত্তিতে সবকিছু করবে, কিন্তু সেই ঐক্যমত কোথায় হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, সেটি প্রকাশ করা হচ্ছে না। এই ধরনের আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

দেশ আছে অনিশ্চয়তায়, নির্বাচনহীনতা বাড়াচ্ছে অস্থিরতা:
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশ এখন একটি অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। সবাই মিলে স্বৈরাচার বিদায় করেছিল, কিন্তু গণতন্ত্রের পথচলা আজও শুরু হয়নি। নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশ আরও অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‘সরকার কেন করিডর-বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছে?’
বিনিয়োগ সম্মেলন, করিডর ও বন্দর বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “এসব গুরুতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার কে দিয়েছে? এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়।”

দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে আদালতের আদেশ উপেক্ষিত:
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়া এবং অজ্ঞাত পরিচয়ের লোকদের প্রশাসনিক দায়িত্বে বসানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

নতুন সদস্য হলেও চাই সামাজিক গ্রহণযোগ্যতা:
দলের সদস্য সংগ্রহ বিষয়ে আমীর খসরু বলেন, “আমরা নতুন সদস্য নেব, তবে তাকে অবশ্যই সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। বাংলাদেশে স্থিতিশীল ও সহাবস্থানভিত্তিক রাজনীতি চায় বিএনপি।”

ভবিষ্যতের নির্বাচন হোক নিয়মিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়:
তিনি বলেন, “নির্বাচন যেন একটি রুটিন প্রক্রিয়ায় পরিণত হয়, সেটিই আমাদের প্রত্যাশা। সরকার যে জনআস্থা হারাচ্ছে, তা দেশের জন্য অশনি সংকেত।”

বন্দর ইস্যুতে রাজনৈতিক প্রক্রিয়ার দাবি:
বন্দরে বিদেশি অপারেটর আনার সিদ্ধান্ত জনগণের সমর্থন ছাড়া নেয়া অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

 শেষ কথা:
আমীর খসরুর মতে, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকারের মতো আচরণ করছে, অথচ তারা কেবল একটি অস্থায়ী, নির্বাচনকালীন সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের মতামত এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট