ঈদগাঁও দেশীয় অস্ত্রসহ আটক – ২

রিপোর্টার: ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

 

ঈদগাঁওয়ে যৌথবাহিনীর টহল অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) রাত ১২টায় সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বাসিন্দা মো. ইব্রাহীম (১৯) ও মো. সালাম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় চেকপোস্টে দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতে, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।